ইফতিয়াজ সুমনঃ সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের ২য় বারের মত আবারও ভয়াবহ বন্যায় আশ্রিত লক্ষ লক্ষ নারী, পুরুষ। উজান থেকে নেমে আসা পাহাড়ে ঢল ও টানা বৃষ্টিতে সুনামগঞ্জ জেলার ১২ টি উপজেলা ও ৪ টি পৌরসভা নিম্মাঞ্চলে প্লাবিত হয়।
এতে প্রতিটি উপজেলার আশ্রয় কেন্দ্রসহ সরকারী বেসরকারী প্রতিষ্টানে আশ্রয় নেয় নারী, পুরুষ ও গবাদি পশুসহ আসবাবপত্র।বন্যার কারণে বিদ্যুৎ বিহীন চলতে হচ্ছে বানবাসী সাধারণ মানুষ। সোমবার বিভিন্ন স্থান থেকে জানাযায়, আশ্রয় কেন্দ্র সহ রাস্তাঘাটে রয়েছেন সাধারণ মানুষ, কেউবা নৌকা যোগে চলে যাচ্ছে অন্যত্র উপজেলায়।
এদিকে বন্যার খবর পেয়ে ছুটে আসেন,সাবেক হুইপ ও সুনামগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম এড. ফজলুল হক আছপিয়া”র জৈষ্ঠ পুত্র ব্যারিষ্টার মো. আবিদুল হকের নেতৃত্বে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন এবং ঢাকায় বসবাসরত সিলেটের আইনজীবী বৃন্দের অর্থায়নে। বন্যা ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভপুর,দিরাই, শাল্লা উপজেলা এলাকায় ১২শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ব্যারিষ্টার মো. আবিদুল হক ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন ব্যারিষ্টার মো. মাহদীন চৌধুরী,এড.শাহরিউজ্জামান, এড.সৈয়দ ফজলে এলাহী অভি, এড.কামরুজ্জামান সেলিম, এড. আহমেদ মুসান্না চৌধুরী, এড.কাইয়ুম চৌধুরী, মো. সামীউল প্রমুখ। ব্যারিষ্টার মো. আবিদুল হক বলেন, হাওরাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্থ সাধারণ মানুষের পাশে আছি, সব সময় থাকবো ইনশাআল্লাহ, ঘর বন্দী নারী পুরুষদের উদ্ধারের কাজ অব্যাহত রয়েছে, পাশা পাশি মানবিক সহায়তার কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, আমরা হাওর বাসী প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয়। ইনশাল্লাহু আমাদের সৃষ্টিকর্তা আমদের রক্ষা করবেন।
ইফতিয়াজ সুমন
সুনামগঞ্জ প্রতিনিধি
Leave a Reply