বুলবুল হাসান বেড়া উপজেলা প্রতিনিধি :
সর্বনাশা পদ্মা নদী তোর কাছে শুধাই আবুল আলীমের গাওয়া শ্রুতিমধুর গানের ইতি ঘটতে চলছে। দক্ষিণ বঙ্গের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পদ্মা সেতু আজ দৃশ্যমান। কালের বিবর্তনে সব কিছু হারিয়ে যায় প্রকৃতির নিয়মের কাছে পরিবর্তন ঘটে পরিবেশের। এক সময়ের উত্তাল খরস্রোত পদ্মা নদী এখন শুধুই স্মৃতি। হাজারো মাঝি মাল্লা খেয়া পারাপারের ব্যস্ত থাকলে ও এখন তেমন আর চোখে পড়বে না। নদীর পাড়ে দাঁড়িয়ে আর দীর্ঘ শ্বাস ফেলতে হবে না দক্ষিণ অঞ্চলের মানুষের। আজ ২৫ শে জুন শনিবার স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মধ্যে দিয়ে পদ্মার অতীত আত্নকাহিনীর সমাধি শেষে পদ্মা পারের মানুষের জীবন ও জীবিকা নির্বাহের অগ্রযাএার নতুন অধ্যায় শুরু হলো। বাংলাদেশের মানুষের নিজের টাকায় গড়া এক মাএ পদ্মা সেতু। পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সীগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে।পদ্মা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীর অববাহিকায় ৪২টি পিলার ও ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যানের মাধ্যমে মূল অবকাঠামো তৈরি করা হয়। সেতুটির দৈর্ঘ্য ৬.১৫০ কিলোমিটার এবং প্রস্থ ১৮.১০ মিটার। পদ্মা সেতুর ব্যয় দাঁড়ায় সব মিলিয়ে ২৮ হাজার ৭৯৩ কোটি টাকা। দেশের আর্থ সামাজিক উন্নয়নে বিশেষ ভুমিকা পালন করবে এমনটাই ধারণা বিশেষজ্ঞদের। রাজধানী ঢাকার সাথে দক্ষিণ বঙ্গের যোগাযোগের ক্ষেত্রে আর কোনো বাধা থাকলো না।