রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি
৯ কোটি ১৭ লাখ টাকা বেয়ে লক্ষীপুরের রায়পুরে পানপাড়া ৬ কিলোমিটার সড়ক সংস্কারের ৪ মাসের মাথায় উঠে যাচ্ছে পিচ ঢালাই
নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ করেন এলাকাবাসি প্রায় ৬ কিলোমিটার গুরুত্বপূর্ণ এই সড়কে নিম্নমানের সংস্কারকাজ করায় স্থানীয়রা সাংবাদিকদের ডেকে নিয়ে সড়কের বিভিন্ন অংশের পিচ ঢালাই উঠে যাচ্ছে তা প্রত্যক্ষ ভাবে ঘুরে ঘুরে দেখান।
নিয়ম অনুযায়ী কমপ্রেশার মেশিন দিয়ে সড়ক পরিস্কার করে প্রাইম কোট দিয়ে পিচ ঢালাই এর কাজ হওয়ার কথা। অভিযোগ উঠেছে তা না করে ঠিকাদার গাছের পড়ে থাকা
পাতা ও ময়লার উপরে দিলেন পিচ ঢালাই। তাই গাড়ি চলাচলের সময় চাকার সাথেই উঠে আসছে কারপেটিং।
নিম্নমানের কাজের অভিযোগ অস্বীকার করে ঠিকাদার আবু তাহের বলেন, এটি এলজি ইডি রায়পুর এবং লক্ষীপুর এলজিইডি প্রকৌশলীরা দেখেছেন। সড়কে কেন কারপেটিং উঠেগেলো তা বলতে পারছিনা। উপজেলার এলজিইডির প্রকৌশলী মোস্তফা মিনহাজ বলেন এই গুরুত্বপূর্ণ সড়কে অনিয়মের অভিযোগে পেয়েছি সরজমিনে পরির্দশ করে দ্রুত ব্যবস্হা নেওয়া হবে