সাব্বির আহমেদ হৃদয়
পাবনা প্রতিনিধি
নিউহোপ ফিড মিল বাংলাদেশ লি. এর উদ্যোগে চাটমোহর বাইপাস সড়কে অবস্থিত স্টার পোল্ট্রি ফিড মিল চত্ত্বরে স্থানীয় পোল্ট্রি খামারিদের দিন ব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
স্টার পোল্ট্রি ফিড মিলস্-এর অন্যতম সত্ত্বাধিকারী মো. মমিনুল ইসলামের সভাপতিত্বে এবং নিউহোপ ফিড মিল বাংলাদেশ লি: এর প্রাণি চিকিৎসক ডা. মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে পোল্ট্রি খামারিদের সমস্যা, খামার ব্যবস্থাপনা, মুরগির বিভিন্ন রোগ এবং চিকিৎসা পদ্ধতি সংক্রান্ত আলোচনায় অংশ নেন নিউহোপ ফিড মিল বাংলাদেশ লি: এর মার্কেটিং অফিসার মো. রাজিব হোসেন খান, ইলাংক বাংলাদেশ লি: এর প্রাণি চিকিৎসক ডা: মোসাদ্দেক হোসেন লাবু, এসকে+এফ-এর প্রাণি চিকিৎসক ডা. মো. রাশেদ কামাল, ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের এমপিও মো. জসিম উদ্দিন, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন সাপ্তাহিক সময় অসময় পত্রিকা সম্পাদক কে. এম. বেলাল হোসেন স্বপন।
সেমিনারের আমন্ত্রিত অতিথি হিসেবে ইসলামি ব্যাংক বাংলাদেশ লি: এর চাটমোহর শাখা ব্যবস্থাপক মো. আবুল বাশার, দৈনিক আমাদের বড়াল পত্রিকা সম্পাদক হেলালুর রহমান জুয়েল ও চাটমোহর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক। সেমিনারে প্রায় অর্ধশত লেয়ার ও ব্রয়লার মুরগির খামারি অংশ গ্রহণ করেন।