শাকিল আহমেদ,নড়াইলঃ
নড়াইল পৌরসভায় আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬২ কোটি ৪ লাখ ৩৪ হাজার
টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৭ জুন) দুপুরে নড়াইল পৌরসভার
সম্মেলন কক্ষে পৌরসভার মেয়র আনজুমান আরা এ বাজেট ঘোষণা করেন। বাজেটে
রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ কোটি ৪ লাখ ৩৪ হাজার টাকা,
এডিবিসহ উন্নয়ন খাত থেকে ১ কোটি টাকা ৫০ হাজার এবং প্রকল্প খাত থেকে ৫২
কোটি ৬০ লাখ টাকা আয় ধরা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের
সভাপতি মোঃ এনামুল কবির টুকু, পৌরসভার সচিব মোঃ ওহাবুল আলম, নির্বাহী
প্রকৌশলী মোঃ জাকির হাসান, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর সরদার,
হিসাবরক্ষক মোঃ সাইফুজ্জামান, কাউন্সিলর ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক।
আগামী অর্থ বছরে পৌরসভার পরিচালন ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৩০ লাখ ৪ হাজার
৭০৮ টাকা। এছাড়া রাজস্ব আদায় এবং উন্নয়ন ও প্রকল্প খাত থেকে প্রাপ্তি
সাপেক্ষে পৌরসভার উন্নয়নমূলক সমস্ত ব্যয় করা হবে।
পৌর মেয়র তার বাজেট বক্তব্যে পৌর কর না বাড়ানো, পৌরসভার পরিকল্পিত
রাস্তা, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন প্রতিশ্রুতি দেন।
Leave a Reply