আবু সাঈদ (স্পেশাল করসপনডেন্ট)
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে এবার সারা দেশে চারজন শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে। এরা হলো বিদ্যালয়ে পর্যায়ে (মাধ্যমিক) ময়মনসিংহে বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী অনুপমা শারমীন অনন্যা, কলেজ পর্যায়ে রাজবাড়ী সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী কুইন, মাদ্রাসায় চট্টগ্রামের ষোলশহরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের ছাত্র মুহাম্মদ ফয়সাল আহমদ এবং কারিগরি শিক্ষায় দেশসেরা হয়েছে লালমনিরহাটের সরকারি আদিতমারী গিরিজা শংকর মডেল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী মো. রাগীব ইয়াসির রোহান। তাদের মধ্যে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী কুইন বলেছেন ‘আমার অনেক গরিব বন্ধু আছে, যারা কোচিং-প্রাইভেট পড়তে পারে না। অনেকের গাইড বই কেনারও সামর্থ্য নেই। এ জন্য অনেক সময় পরীক্ষায় খারাপ ফল করেছে। আর সৃজনশীল প্রশ্নপত্রে পরীক্ষা হলেও এগুলো আসলে মুখস্থনির্ভর। শিক্ষায় আরও বেশি ব্যবহারিক শিক্ষার প্রয়োজন।’