মাসুদ রানা,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি; আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম কর্মসূচি বাস্তবায়ন, সাব-কম্পোনেন্ট ২.৫, পিইডিপি-৪ কর্মসূচি বাস্তবায়ন সম্পর্কিত বিষয়ে দিনাজপুরের খানসামা উপজেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন) বিকেল ৪ ঘটিকায় এনজিও সান ফ্লাওয়ারের আয়োজনে ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক পারভেজ আকতার খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য এ উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার বলেন, সরকার অনেক টাকা ব্যয় করে এই প্রোজেক্ট করতেছে। ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করাই এই প্রোজেক্ট এর মূল লক্ষ্য। আমি সর্বোপরি তদারকি করব। তিনি সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, আপনারা দায়িত্ব সহকারে এই প্রোগ্রামের খোঁজ খবর নিবেন যেন কোথাও কোন অনিয়ম হচ্ছে কিনা।
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল হক, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এস.এম.এ মান্নান, উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা, সান ফ্লাওয়ারের নির্বাহী প্রধান আবু হেনা মোস্তফা কামাল ও উপজেলা প্রোগ্রাম ম্যানেজার আরিফুল আলম পল্লব,খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী, সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।