আশিকুল ইসলাম মিথুন, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
চৌগাছা সমন্বিত স্বেচ্ছাসেবী জোটের উদ্যোগে যশোরের চৌগাছা উপজেলা থেকে সিলেটের ( সাহেব বাজার,গোয়াইঘাট ও রাতারগুল এলাকায় ) বন্যা দুর্গত মানুষের জন্য ৩০০০ হাজার পরিবারের মাঝে শুকনা খাবার, ৩০০০ বতল (২.৫০ লিটার) পানিসহ ৫০০০ হাজার মানুষের এক বেলার খাবার বিতরণ করা হয়েছে।
সিলেটের বন্যাদুর্গত মানুষের জন্য বাংলাদেশ স্কাউট চৌগাছা উপজেলা স্কাউট ও রোভার স্কাউট টিম, আমরাই আগামী,চৌগাছা পরিবার সেচ্ছাসেবী সংগঠন,এসো এক সাথে হাসি,হাকিমপুর জনকল্যাণ সংগঠন একত্রিত হয়ে এই কার্যক্রম পরিচালনা করেন।
উক্ত খাদ্র দ্রব্য বিতরন কালে উপস্থিত ছিলেন, চৌগাছা উপজেলা ছাত্রলীগ নেতা,এইচ এম ফিরোজ, চৌগাছা সরকারি কলেজের রোভার মেট আশিকুল ইসলাম মিথুন ও রোভার নাহিদ হাসান,আমরাই আগামির সভাপতি আজিমুর রহমান সোহান, চৌগাছা পরিবারের সাধারণ সম্পাদক মোঃ ফায়সাল আহম্মেদ, এসো একসাথে হাসি সংগঠনের সভাপতি মাহিন রাহুল সহ মোঃ আক্তারুল ইসলাম,মোঃ রাসেল হোসেন,মোঃ শাহারিয়ার নাফিজ, মাহিন রাহুল, ডা: আবু হানিফ,শাহিন কবির,সৌরভ সরকার নাহিদ,মাফিন,অনিক হাসান বাবু,তনু কুন্ডু,তানজিম হাসান,তুষার হোসাইন
অনিক হোসেন,পিয়াল,আসাদ আলী,খালিদ সাইফুল্লাহ,জয়ন্ত কুমার প্রমুখ
সেবাই ধর্ম,সেবাই কর্ম, মানব সেবাই আমাদের মূল লক্ষ্য,স্লোগান কে সামনে রেখে এই কার্যক্রম পরিচালিত হয়।
Leave a Reply