নিজস্ব প্রতিবেদক :
তৃণমুল বিএনপির রাজনীতি সুসংগঠিত করবে জাসাস এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস পাবনা জেলার আহবায়ক ও ছবির গল্পের প্রতিষ্ঠাতা খালেদ হোসেন পরাগ।
বৃহস্পতিবার (২৩ জুন) বনগ্রাম বাজারে সাঁথিয়া উপজেলা জাসাসের কর্মীবৈঠক ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, জাতীয়তাবাদ আদর্শের কান্ডারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-বীরউত্তম ১৯ দফা প্রস্তাবন করে যেভাবে দেশ পরিচালনা করেছেন সে বিষয়গুলো জনসাধারণের মাঝে তুলে ধরতে হবে। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। কৃষিতে নতুন উদ্ভাবক ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কৃষিতে তার সেচপ্রকল্প ও খালকাটা প্রকল্পের আবদানগুলো তৃণমুলে তুলে ধরতে হবে। সর্বোপরি জিয়াপরিবারের আদর্শ,দেশপ্রেম ও উন্নয়নমুলক কর্মকান্ড তরুণ প্রজন্ম তথা সকলের কাছে তুলে ধরতে হবে।
এ সময় কর্মীবৈঠক ও আলোচনা সভায় বক্তব্য রাখেন জাসাস পাবনার সদস্য সচিব জুবায়ের খান প্রিন্স, যুগ্ম-আহবায়ক রোটা. আব্দুল মান্নান ভুঁইয়া, জাসাস নেতা ও সাংবাদিক এস এম আদনান উদ্দিন ও ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম কাশু।
এ সময় উপস্থিত ছিলেন জাসাস সাঁথিয়া উপজেলা জাসাসের সাবেক আহবায়ক অ্যাডভোকেট মনোয়ার জাহিদ, সাবেক সদস্য সচিব ফুল, সাঁথিয়া পৌর যুবদলের আহবায়ক এস এম মাসুদ রহমান,সাঁথিয়া উপজেলা ছাত্রদলের জাকির হোসেন,সেচ্ছাসেবক দলের মনোয়ার পারভেজ মানিক,মাসুম প্রামাণিক,যুবদলের মেহরাজ শাহরিয়ার বাবু,রান্নু প্রামাণিক, তাতিদলের বেলাল হোসেন, মৎস্যজীবী দলের রবিউল ইসলাম রাজু,সাঁথিয়া উপজেলা প্রচার দলের সহ-সভাপতি মোঃ সজিব হোসেন প্রমুখ।