রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি
মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর জনাব মোঃ আনোয়ার হোছাইন আকন্দের নির্দেশনায় আজ(৩০ জুন) সকাল ১০ঃ০০ ঘটিকা থেকে সারাদিনব্যাপি রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের ০৩ নং ও ০৫ নং ওয়ার্ডের কাটাখালি ব্রিজ সংলগ্ন এলাকায় ডাকাতিয়া নদীতে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করায় ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব অনজন দাশ, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রায়পুর, লক্ষ্মীপুর।
ঘটনাস্থল থেকে ০৯ (নয়) টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এবং ০৮ নং ওয়ার্ডের চর কাছিয়া এলাকায় খালে অবৈধভাবে বাধ দেয়াতে রাহুলের বাধ অপসারন করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রায়পুর জনাব রাসেল ইকবাল। এবং রায়পুর থানা পুলিশ ও আনসার সদস্যগণ আইনশৃঙ্খলা রক্ষায় উপস্থিত ছিলেন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ০৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের মেম্বার জনাব বশির হাওলাদার, দিদার মোল্লা, মোঃ আলী আকন্দসহ বিভিন্ন ওয়ার্ডের স্থানীয় জনগণ।
অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন এবং অবৈধভাবে নদী, খাল, বিলে বাধ দেয়া প্রতিরোধে উপজেলা প্রশাসন, রায়পুর কর্তৃক মোবাইল কোর্ট নিয়মিতভাবে অব্যাহত থাকবে