এস আর সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধিঃ
রাজশাহী মহানগরীতে বাকিতে মালা-মাল বিক্রয় না করায় দোকান ভাঙচুরসহ টাকা লুট-পাটের ঘটনা ঘটেছে। গত ২৯জুন র বুধপাড়া নজিরের মোড়ে মৃত মোঃ হাবলুর ছেলে মুংলা (৫০) এর দোকানে এমন ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মুংলা এক জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরও পাঁচ জনকে অভিযুক্ত করে নগরীর মতিহার থানায় লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে সুত্রে জানা যায়, বিবাদী ১নং আসামি মোঃ রুমি (২৫), পিতা – মকবুল, গ্রাম – বুধপাড়া, থানা- মতিহার, জেলা- রাজশাহী সহ অজ্ঞাত নামা আরও ৫ জন গত ২৯ জুন অর্থাৎ ৩০ জুন ১২.৩০ ঘটিকায় অভিযোগকারীর দোকানে এসে বিভিন্ন রকম মালা-মাল বাকিতে ক্রয় করতে চায়। তখন অভিযোগকারী বাকিতে মালা-মাল বিক্রয় করতে পারবো না বললে ১নং বিবাদী রুমি অভিযোগকারীর প্রতি রাগান্বিত এবং চড়াও হয়। এক পর্যায়ে তাকে সাথে অকর্থ ভাষায় গালি-গালাজ করে। পরিশেষে কথা কাটাকাটির এক পর্যায়ে আসামি রুমি তার পকেটে থাকা একটি টিপ চাকু নিয়ে অভিযোগ কারীকে আঘাত করতে আসে । এ সময় রুমির সাথে থাকা ৫ জন অভিযোগকারীকে তেড়ে এসে কিল-ঘুসি মারতে থাকে । পরে দোকান থেকেতোরা ৫,০০০ টাকার মালা-মালসহ দোকানের ক্যাশে থাকা নগদ ১৫,০০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন তুহিন বলেন, গত ৩০জুন সকালে ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি আমি তদন্ত করে দেখছি। অপরাধীদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।