বুলবুল হাসান বেড়া (পাবনা) প্রতিনিধি : পাবনা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) এর নির্দেশনায়
অতিরিক্ত পুলিশ সুপার বেড়া সার্কেল কল্লোল কুমার দত্ত ও বেড়া মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামানের সার্বিক সঞ্চালনায় রবিবার ৩ জুলাই কৈটলা ইউনিয়ন পরিষদের ৬ নং বিটে বিট পুলিশিং কার্যক্রম পরিচালিত হয়। বিট পুলিশিং বাড়ি বাড়ি আপনার পুলিশ আপনার পাশে তথ্য দিন সেবা নিন এই স্লোগান বাস্তবায়নের লক্ষে বিট পুলিশিং কার্যক্রম গতিশীল করতে জনগণের মাঝে সচেতনতা তৈরি করতে কৈটোলা ইউনিয়নের নদীমাতৃক এলাকার ঘিওর, মাঝখালী, বেঙ্গলিয়া ও বিজয়গঞ্জ গ্রামের জনসাধারণের সহিত ডাকাতি, চুরি, বাল্যবিবাহ, মাদক সহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
হয়। উক্ত মত বিনিময় সভায় ঈদুল আজহায় এলাকার ডাকাতিও চুরি প্রতিরোধে স্থানীয় জনসাধারণের মধ্য হতে রাত্রি কালের নিরাপত্তার জন্য টহল টিম গঠন করার বিষয় সিদ্ধান্ত গৃহীত হয়।
বেড়া মডেল থানার (তদন্ত) ওসি মোঃ সিদ্দিক হোসেন প্রধান অতিথির বক্তব্যে মাদকদ্রব্যের কুফল, স্মার্ট ফোনের অপব্যবহার রোধকল্পে করণীয়, পারষ্পারিক সম্মানবোধ, প্রেম করে ঘর ছাড়া, পরিবারে মা বাবার প্রতি কর্তব্য, র্যাগিং এর নামে কোন অশ্লীল আচরণ থেকে বিরত থাকা, সামাজিক মাধ্যমে টিকটিক ভিডিও নির্মাণের নামে অপসংস্কৃতি রোধ করা, শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন, অযথা আড্ডা, লেখাপড়ার প্রতি মনোযোগী হওয়ার বিষয়ে করণীয় এবং অপরাধ হয় এমন কর্মকান্ড থেকে বিরত থাকা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সমাজের বিশৃংখলা সৃষ্টি না হয় সেদিন দিয়ে সকলকে সচেতন থাকতে আহবান জানান ।
বিট পুলিশিং সভার সার্বিক দায়িত্ব পালন করেন বিট অফিসার এসআই মোঃ জুবাইদুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় জনগণ, ব্যবসায়ী, মসজিদের ইমাম, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মী, ছাত্র ছাত্রী, শিক্ষক, সাংবাদিক, পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।