মাসুদ রানা,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি; আগুন কেড়ে নিল ৫ পরিবারের ৮টি ঘরবাড়ি। ১টি পরিবারের সঞ্চয়কৃত ৫০ হাজার টাকাসহ প্রায় ৮ লক্ষ টাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দিনাজপুরের খানসামা উপজেলার ৪নং খামারপাড়া ইউনিয়নের গাড়পাড়া গ্রামের লালু পাড়ায়।
মঙ্গলবার ৫ জুলাই সকাল সাড়ে ১১ দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে খানসামা ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার তালহা-বিন জসিমের নেতৃত্বে একটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণ আনে।
তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, পিআইও এনামুল হাসান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী, ৪নং খামারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর চৌধুরী ও মেম্বারসহ স্থানীয় প্রতিনিধিগণ।
এ সময় ক্ষতিগ্রস্থ পরিবারদের আর্থিক সহায়তা প্রদান ও ইউনিয়ন পরিষদের ভিজিএফের ৫ বস্তা চাল প্রদান করা হয়।
ক্ষতিগ্রস্তরা হলেন, শরিফুল ইসলাম, আজিজুল ইসলাম,শাহাদাত হোসেন (সাদ্দাম), দুলু মিয়া,নুর ইসলাম, রুবেল ইসলাম।
খানসামা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার তালহা-বিন জসিম বলেন, গোয়াল ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।ধারণা করা হচ্ছে বিড়ি-সিগারেটের গোড়া থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এরকম দূর্ঘটনা যদিও আমাদের কাম্য নয়। অসচেতনতাই অগ্নিকান্ডের হাত থেকে আমাদের রক্ষা করতে পারে।
বার্তা প্রেরকঃ
মাসুদ রানা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি