উচ্চপ্রু মারমা তিন পার্বত্য জেলা।
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। ৫ জুলায় মঙ্গলবার সকাল ১০ঘঠিকার সময় অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষা ৫ টি পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় পাঁচ জন নির্বাচিত হন।তার মধ্যে সহকারী প্রধান শিক্ষক, কম্পিউটার ল্যাপ অপারেটর, অফিস সহায়ক, পরিছন্ন কর্মী,আয়া পদে এক জন করে নিয়োগ করা হয়েছে বলে প্রধান শিক্ষক হোসেন বেল্লাল জানান। নিয়োগ বোর্ডে উপস্থিত ছিলেন উপজেলা তাইতং পাড়া সরকারী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ পাটৌয়ারী,ম্যানেজিং কমিটির সভাপতি মংবাথোয়াই মারমা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন বেল্লাল,ম্যানেজিং কমিটির সদস্য হ্লাউপ্রু মারমা প্রমুখ। নিয়োগে লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিয়োগ করা হয়েছে। মোট পরীক্ষার্থী ছিলো ২০জন এবং ৫জন অনুপস্থিত ছিলেন।