নিউজ ডেস্ক :
নেত্রকোনার কলমাকান্দায় মাছ ধরতে স্কুল ভবন থেকে বিদ্যুৎ ব্যবহারে বাধা দেওয়ায় এক শিক্ষককে পিটিয়ে মাথা ফাটিয়েছে স্থানীয় বখাটেরা। এ সময় ওই শিক্ষকের হাত ভেঙে দেওয়ারও অভিযোগ উঠেছে।
আহত মো. মোস্তফা কামাল উপজেলার কৈলাটি ইউনিয়নের সেহড়াউন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি সেহড়াউন্দ গ্রামের বাসিন্দা।
কলমাকান্দার সিধলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক উজ্জল কান্তি সরকার বলেন, রোববার বিকালে সেহড়াউন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন থেকে বিদ্যুৎ ব্যবহার করে মোটর দিয়ে পাশের ডোবা সেচছিল স্থানীয় কয়েক যুবক। শিক্ষক মোস্তফা স্কুল ভবন থেকে অবৈধ বিদ্যুৎ ব্যবহারে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা মোস্তফাকে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযুক্তরা হলো : সেহড়াউন্দ গ্রামের হেলাল মিয়ার ছেলে মোবারক মিয়া, বকুল মিয়ার ছেলে সুমন মিয়া ও সেকুল মিয়ার ছেলে শরীফ।
শিক্ষক মোস্তফা জানান, তার বাম হাতের কনুইয়ের নিচে হাড় ভেঙে গেছে এবং মাথায় নয়টি সেলাই দিতে হয়েছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে ফোলা-জখম রয়েছে। তিনি বর্তমানে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সিধলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক উজ্জল কান্তি জানান, লিখিত অভিযোগ না পেলেও অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
Leave a Reply