সাব্বির আহমেদ হৃদয়
পাবনা জেলা প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় আকলিমা খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তবে এসময় তার সঙ্গে থাকা তার নাতি বেঁচে গেছে।
উপজেলার সলিমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকলিমা খাতুন কোলেরকান্দি গ্রামের মৃত আসাদ প্রামাণিকের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, আকলিমা খাতুন সলিমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে বের হয়ে তার চার বছরের নাতিকে কোলে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় শিমুলতলাগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
আহত আকলিমা খাতুনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাম্মী আলম তাকে মৃত ঘোষণা করেন। এসময় শিশুটিকে সামান্য আঘাতের কারনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
অন্যদিকে, স্থানীয়রা মোটরসাইকেলচালক মো. ফয়সালকে (২২) আটক করে পুলিশে দিয়েছে। তিনি রূপপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ও রূপপুর পারমাণবিক প্রকল্পের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply