মোস্তাফিজুর রহমান // আশাশুনির শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা মৎস্য ঘেরের বাসায় বিদ্যুৎ স্পৃষ্টে মৎস্য ঘের কর্মচারী ও ভ্যান চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সাতক্ষীরা সদরের মোফাজ্জল হোসেনের ঘেরের বাসায় এ দূর্ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন ঘেরের মুহুরী শোভনালী ইউনিয়নের বৈকরঝুটি গ্রামের আলহাজ্ব গফুর আলী সরদারের পুত্র শামীম হোসেন(৩৫), অন্যজন আশাশুনি সদর ইউনিয়নের শ্রীকলস গ্রামের অজিয়ার গাজীর পুত্র আলম গাজী(২৫)।
ঘেরের অন্য কর্মচারী সূত্রে জানা গেছে, দুপুরের গোসল সেরে কাপড় নাড়তে গিয়ে পাশে ঝুলে থাকা বৈদ্যুতিক আউট লাইনের লুজ তারে হাত লেগে ঘেরের মুহুরি শামীম হোসেনকে ধরে ফেললে তাকে বাঁচাতে গিয়ে ঘেরের বাসায় থাকা ভ্যানচালক আলম গাজীও বিদ্যুৎ হয়ে মৃত্যুবরণ করে।
এসময় ঘেরের বাসায় থাকা অন্য কর্মচারীর ডাক চিৎকারে স্থানীয়রা এসে আশাশুনি ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন এসে তাদেরকে উদ্ধার করার পূর্বেই তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।