আশিকুল ইসলাম মিথুন, চৌগাছা(যশোর)প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় বাল্যবিয়ে পড়ানোর দায় স্বীকার করে ভবিষ্যতে আর বাল্যবিয়ে না পড়ানোর শপথ করেছেন নিকাহ রেজিস্টাররা (কাজী)।
মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে উপজেলা কাজী সমিতির আয়োজনে চৌগাছা সরকারি শাহাদৎপাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ নিরোধে নিকাহ রেজিস্টারদের করণীয় বিষয়ক কর্মশালায় উপজেলার নিকাহ রেজিস্টার (কাজী) এই শপথ করেন।
উপজেলা কাজী সমিতির সভাপতি মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে ছালমা আক্তার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা কাজী সমিতির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ও দফতর সম্পাদক কামাল হোসেন।
যশোরে ১ লাখ ৮৫ হাজার ভিজিএফ কার্ডে বিনামূল্যে দেয়া হবে চাল
কর্মশালায় উঠে আসে চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের নিকাহ রেজিস্টার মাজহারুল ইসলাম (মান্নান), চৌগাছা সদর ইউনিয়নের মাওলানা রুহুল কুদ্দুস ও জগীদশপুর ইউনিয়নের নিকাহ রেজিস্টার ইসরাইল হোসেন উপজেলায় সবচেয়ে বেশি বাল্যবিয়ে সম্পাদন করেন। সংশ্লিষ্ট সকলের দৃষ্টিতে তারা বাল্যবিয়ের মূলহোতা। তারা সকল প্রকার অপকৌশল প্রয়োগ করে প্রত্যক্ষ-পরোক্ষভাবে বাল্যবিয়ে সম্পন্ন করে থাকেন। এদের মধ্যে ফুলসারা ইউনিয়নের মাজহারুল ইসলাম মান্নান অপ্রতিরোধ্য। কর্মশালায় উল্লেখিত দাগি-অপরাধী কাজীদেরকে সভার মধ্যে দাড় করিয়ে সকলের সামনে কঠোর ভাষায় তিরস্কার করা হয়। এবং কঠোর ভাষায় সাবধান করা হয়। পরে অভিযুক্তরা তাদের দায় স্বীকার করেন এবং অভিষ্যতে আর কখনো বাল্যবিয়ে পড়াবেন না বলে শপথ করেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, তাদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। পরে অভিযুক্তরা তাদের দায় স্বীকার করে নেন এবং উপজেলার সকল কাজী শপথ করেন ভবিষ্যতে তারা আর বাল্যবিয়ে পড়াবেন না। তিনি বলেন, এরপরও কোনো কাজীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।