শাকিল আহমেদ,নড়াইলঃ
নড়াইলের লোহাগড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটটি মোটর সাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের চার সদস্যকে আটক করেছে।
গত সোমবার রাতে লোহাগড়া ও আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটটি মোটর সাইকেলসহ চার চোরকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার দুপুরে লোহাগড়া থানা পুলিশ এক প্রেস ব্রিফিংয়ে জানান, উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ঝামারঘোপ বাজারে মুরাদের চায়ের দোকানের সামনে চোরাই মটর সাইকেল ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে আলফাডাঙ্গা উপজেলার টিটা গ্রামের কামাল শেখ ও বাজড়া গ্রামের মঞ্জুরুল ইসলাম জিসানকে দুইটি চোরাই ডিসকভার মোটর সাইকেলসহ আটক করে। আটককৃতদের তথ্য মতে, ওই দিন রাতেই লোহাগড়া ও আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আরো ৬টি ডিসকভার মোটর সাইকেল সহ বাজড়া গ্রামের ইমদাদুল হক মিলন ও লোহাগড়ার আড়পাড়া গ্রামের ফসিয়ার সরদারকে আটক করা হয়।
এ সময় নড়াইলের এএসপি(সদর) সার্কেল রিয়াজুল ইসলাম বলেন, আটকৃতরা আন্তজেলা মটর সাইকেল চোর চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে মটর সাইকেল চুরি ও ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। তাদের দেওয়া তথ্যমতে আরো কিছু মটর সাইকেল উদ্ধার করা যাবে।
এ ব্যাপারে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের মঙ্গলবার বিকালে আদালতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply