মোঃ জুলহাস উদ্দিন হিরো, শেরপুর জেলা প্রতিনিধি।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া বাজারের সরকারি জায়গা দখল করে অবৈধভাবেভাবে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে মিষ্টার আলী নামে এক প্রভাবশালীর বিরুদ্ধে।
মিষ্টার আলী দক্ষিন বাকাকুড়া গ্রামের কেরামত আলীর ছেলে। বাজারের বাসিন্দারা জানান মিষ্টার আলী বাকাকুড়া দক্ষিণ বাজারে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে পাকাঘর নির্মাণ করে আসছেন।
গত কয়েকদিন ধরে ও ঘর নির্মাণ কাজ করে আসছেন বলে জানা গেছে।
সরকারি জমিতে পাকাভবন নির্মাণ করতে হলে উপজেলা প্রশাসনের অনুমতির প্রয়োজন হয়। কিন্তু মিষ্টার আলী প্রভাবশালী হওয়ায় নিয়মনীতির প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে অবৈধভাবে সরকারি জমিতে পাকাভবন নির্মাণ করে আসছেন।
মিষ্টার আলী বলেন আমার কাচা ঘর ছিলো। আমার ঘর আমি পাকা করবো। আবার কার অনুমতি নিতে হবে। বাজারের বাসিন্দাদের অভিযোগ বাজারের সরকারি ওই জায়গাটিতে সরকারি স্বার্থ জড়িত রয়েছে।
বাকাকুড়া বাজারের ইজারাদার সাইফুল ইসলাম বলেন ঘর নির্মাণের বিষয়টি আমার জানা নেই।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদের সাথে কথা হলে তিনি বিষয়টি দেখবেন বলে জানান।
Leave a Reply