নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে চাঁদা টাকা না দেওয়ায় সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন রুরাল জার্নালিষ্ট ফাউন্ডেশনের সদস্য ও দৈনিক আলোর বার্তার নড়াইল জেলা প্রতিনিধি মোঃ হাফিজ মোল্লা। নড়াইল পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর রাজুর নেতৃত্বে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন হামলায় গুরুতর আহত মোঃ হাফিজ মোল্লা। হামলার শিকার মোঃ হাফিজ মোল্লাকে গুরুত্বর আহত অবস্থায় নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে সদর উপজেলার গোবরা বাজারে। আহত মোঃ হাফিজ মোল্লা এ প্রতিবেদককে বলেন, আমি কিছু দিন আগে জমি বিক্রি করেছি। বিষয়টি জানতে পেরে নড়াইল পৌরসভার উজিরপুর ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর রাজু মোল্যা আমার নিকট ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। আমি চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় আজ সকাল আনুমানিক ১১.৩০ মিনিটের সময় গোবরা বাজারের সোনালী ব্যাংকের পাশে কমিশনার রাজু তার পোষা সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার উপর হামলা করে। স্থানীয়রা আমাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেছেন। আমি এ ঘটনার দৃষ্টান্ত মূলক বিচার দাবি করছি।
এ বিষয়ে পৌরসভার উজিরপুর ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রাজু মোল্যা বলেন, তাকে মারপিট অন্য লোকে করেছে। আমি ঠেকিয়েছি। তার নিকট কোন চাঁদা দাবি করা হয়নি।
নড়াইল সদর থানার ওসি জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।