এস, এম-নুর
পিরোজপুর প্রতিনিধিঃ
-৮জুলাই ২০২২
পিরোজপুরে সন্ত্রাসী হামলায় আহত আইনজীবী সহকারী তাজউদ্দীন আর নেই।
৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার (৭ জুলাই) রাতে খুলনায় সিটি হাসপাতালে তিনি মারা যান। তাজউদ্দীন পিরোজপুর সদর উপজেলার কদমতলা এলাকার শেখ শহিদুল ইসলাম এর ছেলে।
শুক্রবার বিকালে কদমতলা জর্জ হাইস্কুল মাঠে হাজারো এলাকাবাসীর উপস্থিতিতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে গত সোমবার (৪ জুলাই) সকাল আনুমানিক ০৯টার দিকে পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজ সংলগ্ন অটো স্টান্ড এলাকায় সন্ত্রাসীরা তাজউদ্দীনকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থার আশংকা জনক হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি হাসপাতারে রেফার্ড করে।
এদিকে ঘটনার ৪ দিন পেরিয়ে গেলেও আসামীরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জানাজায় অংশগ্রহণকারী নিকট আত্মীয় সহ স্থানীয় গণ্যমান্য সহ অনেকেই।
নিহতের শশুর মোঃ সামসুল হাওলাদার বলেন, ৪ দিন পেরিয়ে গেলেও কোন আসামী এখনও গ্রেফতার হয়নি। এতে আমরা শংকিত। এ ব্যাপরে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ আ জা ম মাসুদুজ্জান বলেন, আমরা গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা করছি। দ্রুত গ্রেফতার করতে পারব বলে আশা করছি।
পিরোজপুর সংবাদদাতা।