এস আর সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধিঃ
রাজশাহী মহানগরীর আলোচিত সনি হত্যা মামলার মূল আসামীসহ আরো ৩ জন আসামীকে গ্রেফতার করেছে র্যাব। আজ শুক্রবার (৮ জুলাই) আসামীদের গ্রেফতার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব ৫। গত ৩ জুলাই রাতে আহত বন্ধু সিজার (২০) কে দেখতে যায় সনি (১৭)। এ সময় কয়েকজন যুবক জোর করে তুলে নিয়ে রাজশাহী মহানগরীর হেতেমখাঁ সবজিপাড়া এলাকায় কফিল উদ্দিন জামে মসজিদের পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরবর্তীতে তাকে রাজশাহী মেডিকেল কলেজে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে বোয়ালিয়া মডেল থানায় ৪ জুলাই মামলা রুজু হয়।
র্যাব হেডকোয়ার্টার এর গোয়েন্দা শাখার প্রত্যক্ষ সহায়তায় র্যাব ৫ এর একটি আভিযানিক দল ৮ জুলাই শুক্রবার ২টায় কুড়িগ্রাম জেলার রাজারহাট থানাধীন প্রতাপ গ্রামের এনামুল হকের ছেলে মেজবাহ উদ্দিন আহম্মেদ বিদ্যুৎ এর বাড়ি থেকে এই মামলার ১নং এজাহারনামীয় আসামী মঈন ওরফে আন্নাফ (২০), এজাহারনামীয় ৫নং আসামী বিথী (৩০) ও তাদের সাথে পলাতক অবস্থায় হাবিবি কুমকুম ওরফে সাবা ঐশী (১৯) দেরকে আটক করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী মঈন ওরফে আন্নাফ (২০) এর ভাষ্যমতে, ঘটনার দিন রাতে মঈন ওরফে আন্নাফ, সিফাত, সাবা ঐশী মিলে তাদের বন্ধু হৃদয়কে রামেকে দেখতে যায়। রামেকে সানীর সাথে তাদের দেখা হয়। পূর্ব শত্রুতার কারণে মঈন ওরফে আন্নাফ, সিফাত, রাহিম, শাহীসহ আরো কয়েকজন মিলে রামেক থেকে সানীকে তুলে নিয়ে মহানগরী হেতেমখাঁ সবজিপাড়া এলাকায় তুলে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এরফলে সনির মৃত্যু হয়।
সনির মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে আসামীরা বিভিন্ন পথে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করার চেষ্টা করে। আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে তারা ব্যর্থ হয়। এরপর আসামীর মঈনের মা বিথী রাজশাহী শহরের লক্ষ্মীপুর মোড়ে অবস্থিত খান বাংলা রেস্টুরেন্টের মালিক খোকনের সাথে যোগাযোগ করে।
খোকন একটি মাইক্রোবাস ভাড়া করে দেয়। এই মাইক্রোবাসে করে ৫ জুলাই প্রথমে নায়ারাগঞ্জে ,পরে ৬ জুলাই গাজীপুর হয়ে কুড়িগ্রামে চলে যায়। এরপর কুড়িগ্রাম থেকে র্যাব ৫ তাদের গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামীরা এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। র্যাব ৫ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতারকৃত ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply