সুনামগঞ্জ প্রতিনিধিঃ ইফতিয়াজ সুমন
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সুনামগঞ্জে সর্বস্তরের সাধারন মানুষ সহ রাজনৈতিক বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে সুনামগঞ্জ জেলা বাস্তুহারালীগ সভাপতি ও বাংলাদেশ সার্চ মানবাধিকার সোসাইটির এান পরিচালক এম এ ওয়াদুদ
শুভেচ্ছা বার্তায় সুনামগঞ্জ বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন ,ঈদুল আযহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আল্লাহর সন্তুষ্ট বিধানের জন্য পশু কোরবানি বা ত্যাগ করার বারতা নিয়ে আমাদের মাঝে আসে পবিত্র ঈদুল আযহা। এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, গ্রামগঞ্জে, সারাবাংলায়, সারাবিশ্বে। এ দিন সকল শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি আর ঐক্যের বন্ধন। ঈদুল আযহার শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ- এ প্রত্যাশা করি।
তিনি আরও বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানি, কূপমন্ডুকতার কোনো স্থান নেই। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে। ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে
পবিত্র ঈদুল আযহা আমাদের ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সব মানুষকে এক কাতারে দাড়ানোর শিক্ষা দেয়। এই সময় সবার উচিত অসহায় গরীবদের পাশে দাড়ানো, তাদের যথাসাধ্য সাহায্য করা। যেন তারাও আনন্দ উল্লাসের সাথে ঈদ পালন করতে পারে। পবিত্র ঈদুল আযহা বয়ে আনুক সকলের মনে খুশির বার্তা। সুনামগঞ্জের সর্বস্তরের মানুষকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।
"ঈদ মোবারক"