নিউজ ডেস্ক :
দেশের বিভিন্ন অঞ্চলে ঈদকে কেন্দ্র করে উঠতি যুবসমাজ আনন্দের জন্য ট্রাক ও পিকআপে করে লাউড স্পিকারে ডিজে গান বাজিয়ে থাকে। এতে বেশির ভাগ মানুষই বিরক্ত হন। কারণ কোথাও কোথাও নারীদেরও হয়রানির খবর মেলে।
এবার ট্রাক ও পিকআপে করে লাউড স্পিকারে ডিজে গান বাজালেই ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লার এক ইউপি চেয়ারম্যান।
গতকাল শনিবার জেলার বরুড়া উপজেলার ১২ নম্বর আড্ডা ইউনিয়ন পরিষদের প্যাডে ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বাদল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ঈদুল ফিতরের সময় ইউনিয়নে উঠতি যুবসমাজকে পিকআপে, ট্রাকে করে লাউড স্পিকারে ডিজে গান বাজিয়ে আনন্দ-উল্লাস করতে দেখা গেছে। সেসব ডিজে গান বাজানোর ফলে এলাকার মানুষ বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন। এবার ঈদে কাউকে ডিজে গান বাজিয়ে আনন্দ-উল্লাস করতে দেখলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।