নাটোরের সিংড়া উপজেলায় যাত্রীবাহী ২টি বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। ১১ জুলাই ( সোমবার) সকাল আনুমানিক সাতটার দিকে নাটোর-বগুড়া -মহাসড়কের সিংড়া উপজেলার জোলারবাতা এলাকায় জোর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী পাশাপাশি দুইটি গেটলক যাত্রীবাহী নাটোরগামী অজ্ঞাত নামক বাসের সঙ্গে সিংড়া থেকে ছেড়ে আসা শ্রী সুদেব (৩৮) পিতা সুধীর এর সিএনজি জোর ব্রিজ এলাকায় পাশাপাশি দুইটি গেটলক যত্রীবাহী দুইটি বাসের মুখোমুখি একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজির যাত্রী হাবিবুর রহমান (৪০) পিতা হুসেন আলী ও সিএনজি চালক শ্রী সুদেব (৩৮)পিতা শ্রী সুধীর ঘটনাস্থলে গুরতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুর কে মৃত ঘোষণা করেন, ও শ্রী সুদেব চিকিৎসাধীন অবস্থায় আছে।
জানা যায়, নিহত হাবিবুর রহমান উপজেলার ইটালী ইউনিয়নের কুমগ্রাম গ্রামের হুসেন আলীর ছেলে ও সিএনজি চালক শ্রী সুদেব পিতা সুধীর এর ছেলে।
নাটোর ঝলমলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রিজওয়ানুন ইসলাম বলেন, লাশটির ময়নাতদন্তের
জন্য একটি আবেদন পেয়েছি তদন্ত সাপেক্ষে লাশটি হস্তান্তর করা হবে।