আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী সপ্তাহে এক সম্মেলনে ইরান সফর করবেন। আগামী ১৯ জুলাই তেহরানে ওই সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানও উপস্থিত থাকবেন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আগামী বৃহস্পতিবার পুতিন ত্রী-পক্ষীয় বৈঠকে অংশ নিতে তেহরানে যাবেন। সেখানে তিনি ইরান ও তুরস্কের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
আসন্ন বৈঠকে সিরিয়া সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে বলেও ইঙ্গিত দেন দেন।
মঙ্গলবার সংবাদ ব্রিফিংয়ে পেসকভ আরও বলেন, তেহরানে পুতিন পৃথকভাবে এরদোগানের সঙ্গে বৈঠক করবেন।
এমন এক সময় পুতিনের ইরান সফরের খবর আসল যখন- যুক্তরাষ্ট্র দাবি করছে, ইরান রাশিয়াকে শত শত ড্রোন দিতে যাচ্ছে।
সোমবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান গণমাধ্যমকে বলেন, ‘আমরা নিশ্চিত নই ইরান ইতোমধ্যে মনুষ্যবিহীন প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়াকে সরবরাহ করেছে কিনা।
তবে ইরান যে সেসব ড্রোন চালানোর জন্য চলতি মাসেই রুশ সেনাদের প্রশিক্ষণ দিতে যাচ্ছে সে বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে তথ্য আছে। ’ সূত্র: ব্লুমবার্গ