সুমন খন্দকার,ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুর জেলার ইসলামপুরে আই সি ইউ এম্বুলেন্স সার্ভিসের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১২ জুলাই) বিকালে আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে আই সি ইউ এম্বুলেন্স সার্ভিসের শুভ উদ্বোধন করা হয়।
জামালপুর জেলা পরিষদ কর্তৃক ইসলামপুর উপজেলা পরিষদের অনুকূলে আইসিইউ এম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মু. তানভীর হাসান রুমান এর সভাপতিত্বে আলােচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল,এমপি।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ফারুক আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আব্দুল কাদের শেখ।
এ সময় উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক লাল মিয়া,উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আফরোজী আজাদ তানিয়া,ছাত্রলীগের সভাপতি নুরে আজাদ ইমরান, সাধারণ সম্পাদক আলহাজ মিয়া প্রমুখ। অনুষ্ঠান শেষে আই সি ইউ এম্বুলেন্স সার্ভিসের চাবি হস্তান্তর করা হয়।
সুমন খন্দকার
ইসলামপুর,জামালপুর।
১২/০৭/২০২২
Leave a Reply