এস, এম-নুর
পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরে আইনজীবী সহকারী তাজউদ্দিন শেখের হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে পিরোজপুরের টাউনক্লাব রোডে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার সহস্রাধিক মানুষ অংশগ্রহন করে।
স্থানীয় জনতার উদ্যোগে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন ২ নং কদমতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম শেখ, ২ নং কদমতলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য উজ্জল, স্থানীয় গন্যমান্য পৌর আওয়ামী লীগ নেতা আলী হোসেন সিকদার, আলী হোসেন, মাওলানা আব্দুল আলীম, নিহতের পিতা শেখ শহিদুল হক, শ্বশুর সামসুর হক, স্ত্রী রীমা বেগম প্রমুখ। এ সময় বক্তারা এতদিন পেরিয়ে গেলেও আসামীরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান।
এদিকে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে তারা জেলা প্রশাসককে স্বারকলিপি প্রদান করেন । পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আলী রেজা বলেন, আসামীদের গ্রেফতার আমাদের টিম কাজ করছে। দ্রুত আসামীদের গ্রেফতার করতে পারব।
গত সোমবার (৪ জুলাই) সকালে পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজ সংলগ্ন অটো স্টান্ড এলাকায় সন্ত্রাসীরা তাজউদ্দীনকে কুপিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি হাসপাতালে রেফার্ড করে। ৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার (৭ জুলাই) রাতে খুলনায় সিটি হাসপাতালে তিনি মারা যান।
পিরোজপুর সংবাদদাতা।
Leave a Reply