আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী মহিলারোগীকে প্রসব সেবা নাদিয়ে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে হাসপাতাল কতৃপক্ষের বিরুদ্ধে। বাচ্চা হওয়ার জন্য আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন গর্ভবতী মহিলা মোছা. হোসনেয়ারা খাতুন। তিনি উপজেলার সিংসাড়া গ্রামের মো. নাঈম হোসেনের স্ত্রী। হোসনেয়ারা খাতুন কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করে বলেন,গত ৩ জুলাই বাচ্চা হওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই। আমার প্রসব বেদনা হলে নরমালে বাচ্চা হওয়ানোর জন্য দুই দিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখার পর বাচ্চা না হলে, আমার স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার করে তাড়িয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে বাধ্য হয়ে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে ২ ঘণ্টা পর সেখানে আমার বাচ্চা প্রসব হয়।
তিনি আরও বলেন, আমাদের সাথে যে খারাপ আচরণ করেছে, অন্য কোনো গর্ভবতীর সাথে যেন এরকম আচরণ আর না করে হাসপাতাল কতৃপক্ষ, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং এই দৃষ্টিকটু আচরণের জন্য তাদের শাস্তির দাবি জানাচ্ছি । এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা.রোকসানা হ্যাপির বক্তব্য নিতে গেলে বক্তব্য দিতে তিনি অপারগতা প্রকাশ করেন এবং সংবাদ প্রকাশ করতে নিষেধ করেন।#
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই, নওগাঁ।
১৩/০৭/২২