মাসুদ রানা,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি;
দিনাজপুরের খানসামায় ঘটনা দুটি ঘটে।
যুবকের আত্মহত্যা: গত মঙ্গলবার (১২ জুলাই) মোঃ আবু তালেব রানা (২৮) নামে এক যুবক বিষ খেয়ে আত্মহত্যা করেন। জানা যায়, রাত ৮.৫৫ মিনিটে "বিদায় পৃথিবী" ফেসবুকে পোষ্ট দিয়ে এই আত্মহত্যা করেন। যুবকটি খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের ডাঙ্গারহাট গ্রামের মনসুর আলীর ছেলে।
নদীতে ডুবে কিশোরীর মৃত্যু: গত (১৩ জুলাই) ঈদের ছুটিতে নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরলেন ১২ বছরের কিশোরী জিতু। মৃত জিতু খানসামার পানুয়াপাড়ার চাল ব্যবসায়ী মহুবারের নাতনী এবং সে পার্শ্ববর্তী নীলফামারী সদরের ফকিরগঞ্জ এলাকার জুয়েলের মেয়ে। নানার বাড়ীর পাশে আত্রাই নদীতে দুপুর বেলা সাঁতার না জানা জিতুসহ তিন মামাতো ভাই-বোন মিলে গোসল করতে নামে। এই সময়ে নদীর গভীরে তলিয়ে যায় জিতু। পরে তাদের চিৎকারে পরিবারের লোকজন ও স্থানীয় জনতা এগিয়ে এসেও উদ্ধার করতে পারেনি। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা ও স্থানীয় লোকজন এসে তাঁকে উদ্ধার করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বার্তা প্রেরকঃ
মাসুদ রানা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি