আবু সাঈদ (স্পেশাল করসপনডেন্ট)
সম্প্রতি ২ হাজার ৭১৬টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছে সরকার। এ তালিকায় ২ হাজার ৫১টি স্কুল কলেজ এবং ৬৬৫টি মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তবে, এমপিওভুক্তির আবেদন করে অনেক প্রতিষ্ঠান নির্বাচিত হতে পারেনি। এমপিওর আবেদন করেও নির্বাচিত না হওয়া ২ হাজার ৫৬১টি স্কুল কলেজকে আপিল করার সুযোগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। আগামী ২১ জুলাইয়ের মধ্যে বিভাগের সচিব বরাবর আপিল আবেদন করতে পারবে স্কুল-কলেজগুলো।
মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একইসঙ্গে স্কুল-কলেজের আপিল আবেদনের ছক প্রকাশ করেছে মন্ত্রণালয়।
আপিল আবেদন যেভাবে :
মন্ত্রণালয় বলছে, এমপিওভুক্তির তালিকা অন্তর্ভুক্ত হতে না পারা স্কুল-কলেজ ২১ জুলাইয়েরর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর আপিল করতে পারবে। আপিল আবেদনের নির্ধারিত ছক পূরণ করে সংযুক্তিসহ তার স্ক্যানড কপি ইমেইলে (mpo.appeal@moedu.gov.bd) ঠিকানায় এবং মূল কপি ডাক বিভাগের মধ্যেমিক বিভাগের বেসরকারি মাধ্যমিক-৩ শাখার উপসচিবের কাছে পাঠাতে হবে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, এমপিও নীতিমালা অনুসারে আপিল আবেদন নিষ্পত্তি করা হবে। আবেদনের সঙ্গে ভুল প্রমাণের প্রমাণক মন্ত্রণালয়ে পাঠাতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে।