পাবনা প্রতিনিধি :
পাবনায় সরকারি এডওয়ার্ড কলেজ জাসাসের কমিটি গঠন হয়েছে। নবগঠিত কমিটিতে আহ্বায়ক নির্বাচিত হয়েছে অর্থনীতি বিভাগের তৌফিকুর রহমান তোহা ও সদস্য সচিব নির্বাচিত হয়েছে দর্শন বিভাগের কে.এম. আতিক হাসান।
শনিবার (৯ জুন) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস পাবনা জেলা শাখার আহ্বায়ক খালেদ হোসেন পরাগ ও সদস্য সচিব জুবায়ের খান প্রিন্স স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি প্রকাশ করা হয়।
কমিটিতে অন্যান্য সদস্যদের মধ্যে যুগ্ম-আহ্বায়ক নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের ইসরাত জাহান ইলোরা, সদস্য নির্বাচিত হয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের মোছাঃ তমালিকা সিদ্দিকী, দর্শন বিভাগের আব্দুর রহমান,অর্থনীতি বিভাগের জুয়েল রানা ও ইফতি মাহমুদ।
এ বিষয়ে নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের সাথে যোগাযোগ করলে তারা জানান, মহান মুক্তিযুদ্ধের সংগঠক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম এর দেশপ্রেমের আদর্শে উদ্ধুদ্ধ হয়ে আমরা জাসাসের সাথে সম্পৃক্ত হয়েছি। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের কাছে জিয়াউর রহমানের আত্মত্যাগ ও ১৯ দফার মাধ্যমে আধুনিক বাংলাদেশ গঠনের প্রামাণ্যচিত্র আমরা তুলে ধরব।