নিউজ ডেস্ক :
লালমনিরহাট সদর উপজলোর হারাটি ইউনিয়েরর পশ্চিম আমবাড়ী এলাকা থেকে সকালে বাড়ীর পাশে একটি গাছ থেকে শরিফুল (১৮) ঝুলন্ত মরদেহ উদ্বার হয়েছে।
শুক্রবার (১৫ জুলাই) সকালে লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের সাত নং ওয়ার্ডের পশ্চিশ আমবাড়ী এলাকায় চিনির দিঘি পাড় হতে ১০০ গজ পূর্ব দিকে ইউক্যালিপটাস গাছে শরিফুল ইসলাম (১৮) যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত যুবকের বাবার নাম মো:সালাউদ্দিন আহমেদ। নিহত শরিফুল সালাউদ্দিনের ছোট ছেলে।
নিহতের বড় ভাই শাকিল জানান, বৃহস্পতিবার সকাল বেলা তার ছোট ভাই শরিফুল কুমিল্লা থেকে লালমনিরহাটের নিজ বাড়ীতে আসে। শরিফুল কুমিল্লায় একটি পোল্ট্রি ফার্মে শ্রমিকের কাজ করতো। এছারা সে মাঝে মাঝে ট্রাকের ড্রাইভারের ও কাজ করেছিল। সে বৃহস্পতিবার বাসায় আসার পর বাড়ী থেকে বাহিরে চলে যায়,পরবর্তীতে তাকে ফোনে বাসায় আসার কথা বললে সে পরে আসবে বলে জানিয়ে দেয়।এরপর তাদের সাথে আর কোন কথা হয়নি।
আজ শুক্রবার সকালে নয়টার দিকে পাশ্ববর্তী চাচা সাজু ট্রাক্টরদিয়ে জমি চাষ করতে গিয়ে শরিফুলের ঝুলন্ত মরদেহ দেখে বাড়ীতে খবর দেয়।পরবর্তীতে স্থানীয়রা পুলিশকে জানালে তারা এসে স্থানীয় লোকদের সহায়তায় গাছ থেকে মরদেহটি নামিয়ে ময়না তদন্তের জন্য মর্গে নিয়ে যায়।
ঘটনার বিষয়ে তদন্তকারী পুলিশ পরিদর্শনক (এস আই) তুষার কান্তি রায় সাংবাদিক দের জানান, মরদেহটিকে ময়না তদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে। আজ শুক্রবার ছুটির দিন হওয়ায় ডাক্তারগণ ছুটিতে রয়েছে এজন্য আমাদের একটু সময় লাগবে।ময়না তদন্তের প্রতিবেদন পেলে আমরা পরবর্তীতে জানাবো। তিনি আরও জানান এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে তার প্রস্তুতি চলমান।