সুমন খন্দকার,ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরে ইসলামপুর জেলা পরিষদ ডাকবাংলোর সম্মুখে আমেনা মোমিন শপিং মলে ডাঃ খোরশেদুজ্জামান মিশ্রি মিয়া কল্যাণ ট্রাস্টের আয়ােজনে ৩ দিন ব্যাপি বিনামূল্যে চহ্মু অপারেশন ক্যাম্প এর আয়োজন করা হয়েছে।
১৫,১৬ ও ১৭ জুলাই মা ডিজিটাল জেনারেল হাসপাতালে বিনামূল্যে চহ্মু অপারেশন ক্যাম্প চলমান থাকবে এবং ৪১১ জন চক্ষু রোগীর অপারেশন করা হবে।
শুক্রবার (১৫ জুলাই) বিনামূল্যে চহ্মু অপারেশন ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলাল,এমপি।
ডাঃ খোরশেদুজ্জামান মিশ্রি মিয়া কল্যাণ ট্রাস্টের
বোর্ড অফ ট্রাস্টির সভাপতি এস.এম শাহিনুজ্জামান শাহিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুঃ তানভীর হাসান রুমান, পৌর মেয়র আব্দুল কাদের শেখ,
ডাঃ খোরশেদুজ্জামান মিশ্রি মিয়া কল্যাণ ট্রাস্টের বোর্ড অফ ট্রাস্টি এস.এম হাসানুজ্জামান পাইলট, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শফিকুর রহমান শিবলী প্রমুখ।
সুমন খন্দকার ইসলামপুর জামালপুর