মাসুদ রানা,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি; খানসামা বাজার থেকে মোটরসাইকেলে করে ৫০কেজি ওজনের ১বস্তা চাল নিয়ে বাসার উদ্দেশ্য রওনা হন জাকির হোসেন।
নিহত জাকির হোসেন দিনাজপুরের খানসামার ১নং আলোকঝাড়ীর গোবিন্দপুর গ্রামের খয়রাত উকিল পাড়ার তফসের আলীর ছেলে।
শনিবার (১৬ জুলাই) আনুমানিক দুপুর একটার দিকে খানসামা ফিলিং স্টেশন ও আমতলী বাজার এর মাঝখানে ব্র্যাক অফিসের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও থানা-পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, খানসামা বাজার থেকে মোটরসাইকেল আরোহী জাহিদ নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে মোটরসাইকেলসহ জাহিদ পড়ে যায়।
স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তাঁকে খানসামা উপ-স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান, সেখানে ডাক্তার মাহফুজ প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা জাকির হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সকলকেই সচেতনতা থাকতে হবে। এতে ক্ষতির হার কমবে।
বার্তা প্রেরকঃ
মাসুদ রানা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি