আশিকুল ইসলাম মিথুন, চৌগাছা(যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছা উপজেলার অন্যতম একটি সেবামূলক ছাত্র সংগঠন 'আমরাই আগামী'র ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ জুলাই) বিকালে চৌগাছা পাবলিক লাইব্রেরী প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
'আমরাই আগামী' সংগঠনের সভাপতি আজিমুর রহমান সোহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌগাছা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষাবীদ রফিকুল ইসলাম।
চৌগাছা পাবলিক লাইব্রেরীর সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মামুন শামীম আক্তার লিখন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশরাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রাসেল আশরাফ, প্রেসক্লাব চৌগাছার সাধারন সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, সিএমআইটির ব্যাবস্থাপনা পরিচালক প্রকৌশলী মনিরুজ্জামান, সরকারী কলেজের প্রভাষক জাফর ইকবাল লিটন, আমরাই আগামী সংগঠনের উপদেষ্টা ও প্রেসক্লাব চৌগাছার দপ্তর সম্পাদক এইচ এম ফিরোজ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন আমরাই আগামী সংগঠনের প্রতিষ্ঠাতা ও সহ-সভাপতি ফাহাদ আল-তামিম। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনটির সাধারন সম্পাদক ডি এম আদর।
স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সহ-সভাপতি হানিফ রহমান, বাংলাদেশ স্কাউট সরকারি কলেজ শাখার সভাপতি আশিকুল ইসলাম মিথুন, চৌগাছা ব্লাড ফাউন্ডেশন এর সম্পাদক জান্নাতুল নাঈম, হাকিমপুর ইউনিয়ন জনকল্যান সংস্থার সম্পাদক রিজভী রহমান।
এসময় উপস্থিত ছিলেন আমরাই আগামী, উপজেলা স্কাউট, উপজেলা ব্লাড ফাউন্ডেশন, চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন, এসো একসাথে হাসি ও হাকিমপুর জনকল্যান সংস্থা সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনাসভা শেষে সকল অতিথিদের উপস্থিতিতে কেক কেটে সংগঠনের ৪র্থ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ২০১৮ সালের শুরুতেই গুটি গুটি পায়ে শুরু হয় সংগঠনটির পথচলা। তারপর ধীরে ধীরে অসহায় মানুষদেরকে বিভিন্ন ধরনের সেবা দেয়ার মধ্য দিয়ে সকলের মন জয় করেছে সংগঠনটি।