শাকিল আহমেদ,নড়াইলঃ
নড়াইলের পল্লিচিকিৎসক জনক দাসের প্রতারনার ফাঁদে পরে সর্বশান্ত হচ্ছে সাধারন রোগীরা।জনক দাস নড়াইল সদর হাসপাতালের সামনে চেম্বার বসিয়ে চিকিৎসা দেওয়ার নামে প্রতিদিনই সাধারন রুগীদের সাথে প্রতারনা করে যাচ্ছেন।
অবৈধ কোয়ান্টাম মেশিন দিয়ে পরিক্ষা নিরিক্ষার নামে টেস্টের লম্বা স্লিপ হাতে ধরিয়ে দিচ্ছেন সাধারন রুগীদের হাতে। আর সেই টেষ্ট ও হচ্ছে তার মালিকানাধীন নড়াইল ডায়াগোনস্টিক সেন্টারে।এভাবেই রুগী প্রতি হাতিয়ে নিচ্ছেন হাজার হাজার টাকা।
অবৈধ ডায়াগোনস্টিক সেন্টার বন্ধে সরকারী কঠোর নির্দেশনা থাকলেও অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে ঠিকই প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছেন জনক দাস।
গত ১২/০৭/২০২২ তারিখে নড়াইলের মহাজন বাজারে চেম্বার বসিয়ে অবৈধ কোয়ান্টাম মেশিন দিয়ে প্রতারনা করার সময় স্থানীয় সাংবাদিক ও জনসাধারনের জেরার মুখে পড়েন প্রতারক জনক দাস। এসময় নিজেকে কখনো গ্রাম্য ডাক্তার, কখনো সাংবাদিক আবার কখনো গ্রাম্য ডাক্তার সমিতির নড়াইল জেলার সাধারন সম্পাদক পরিচয় দিয়ে বাঁচার চেষ্টা করেন।প্রশ্নবানে জর্জরিত হয়ে ও প্রশ্নের সঠিক উত্তর না দিতে পেরে এক পর্যায়ে সেখান থেকে পালিয়ে বাঁচেন তিনি।
জনক দাসের মত প্রতারকের বিরুদ্ধে প্রশাসন দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করবে এমনটাই দাবী সচেতন মহলের,