মোঃ জুলহাস উদ্দিন হিরো, শেরপুর জেলা প্রতিনিধি।
শেরপুরের ঝিনাইগাতীতে দিগুণ বাসের ভাড়া দেওয়ার পরও মিলছে না সময় মতো গাড়ি। ঈদের ৬ দিন পরে-ও ঝিনাইগাতীর ঢাকা গামী বাসের মালিকরা দিগুণ ভাড়া আদায়, ৪০০ থেকে / ৬৫০ টাকা।
তবু্ও ঘন্টার পর ঘন্টা ভোগান্তিতে পোহাতে হচ্ছে যাত্রীদের।
যানা যায়, যাত্রী গন বলেন, রাত ১১ টায় গাড়ি ছাড়ার কথা থাকলেও, রাত ১ টায়ও গাড়ির কোনো খবর নেই। দীর্ঘ তিন ঘন্টা অপেক্ষা করার পরও যাত্রী গন অনেকটা বিপাকে পড়েন। কারন, এদের মধ্যে প্রায় লোকজন ঢাকার বিভিন্ন গার্মেন্টস্ ও মিল কারখানার শ্রমিক।
তারা আরও বলেন, সময় মতো কারখানায় উপস্থিত হতে না পারলে - বিগত ঈদের ছুটির দিন গুলো সব বিফলে যাবে অর্থাৎ ছুটি বাজেয়াপ্ত বলে গন্য করা হবে। এতে করে অনেকটা ক্ষতির চিন্তায় পড়েন।
যাত্রীরা আরও বলেন, কাউন্টার মাষ্টারের নিকট গাড়ির কথা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, গাড়ি কোথায় আছেন তিনি সঠিকভাবে জানেন না। এ নিয়ে যাত্রী এবং কাউন্টার মাষ্টার এর মাঝে কথা কাটাকাটি হয়।
এতে যাত্রীরা অনেক দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে যেন এমন ভোগান্তির শিকার হতে না হয় এবিষয়ে তারা প্রশাসনের সু দৃষ্টি আকর্ষণ করেন।