আমার এলোমেলো ভাবনাগুলো ছেড়ে দিই
দূর পাহাড়ের চূড়ায়
গাছে-গাছে পাহাড়ে-পর্বতে প্রতিধ্বনি করে
লীন হয় ঝর্ণায়, ফেরে হৃদয়ের গহিনে
কখনও পাথর বেয়ে
কখনও বা নূরি হয়ে পাথরের ভেলায়।
আমার ছন্নছাড়া ভাবনাগুলো ছেড়ে দিই
উত্তাল মহাসমুদ্রে
সমুদ্রপৃষ্ঠে প্রবাল প্রাচীরে প্রতিধ্বনি করে
লীন হয় ঢেউয়ে, ফেরে হৃদয়ের বন্দরে
কখনও গাঙচিল-পানকৌরির পেখম হয়ে
কখনও বা ক্যাপোটিস হয়ে সফেদ ফেনায়।
আমার পাগলামি ভাবনাগুলো ছেড়ে দিই
মাতাল হাওয়ায়
সবুজ শ্যামলিমার পত্র-পল্লবে প্রতিধ্বনি করে
লীন হয় সফেদ মেঘে, ফেরে মনের কন্দরে
কখনও রিমঝিম বৃষ্টি হয়ে
কখনও বা হিম হয়ে মৌসুমি খেলায়।
ধরণীর বুকে চলে ক্রমাগত ভাবনার খেলা
আমি ঠায় দাঁড়িয়ে থাকি আর ভাবি
বিনি সুতোয় সাজাই তাকে
কী অবাক কান্ড!
ওরা শোভিত হচ্ছে কথামালা হয়ে আমার কাব্য-কবিতায়।