নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালীর হাতিয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম-সম্পাদক শাহনেওয়াজ এর উপর সোমবার (১৮ই জুলাই) দুপুর ১:৩০ মিনিটের সময় হাতিয়ার মাইজদী বাজার সংলগ্ন এলাকায় সন্ত্রাসী হামলার স্বীকার হন। এতে শাহনেওয়াজ ও তাকে মোটরসাইকেলে বহনকারী উনার ভাগিনাকে গুরুতর আহত করেন সন্ত্রাসীরা।
তথ্যসুত্রে জানা যায়, দুপুরের দিকে হাতিয়ার তমরদ্দি তে উনার বড় বোনের বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন তিনি। পথিমধ্যে ২৫/৩০ জন একদল দূর্বৃত্ত দ্বারা এই হামলার স্বীকার হন বলে প্রত্যক্ষ সুত্র থেকে জানা যায়। দূর্বৃত্তরা তার সাথে থাকা তিনটি মোবাইল ফোন ও নগদ টাকা কেড়ে নিয়ে যায়।
হামলা সম্পর্কে শাহনেওয়াজ বলেন, এটা সম্পূর্ণ আওয়ামী লীগের সন্ত্রাসী দ্বারা পরিকল্পিত হামলা করা হয়েছে আমার উপর। আমি হাতিয়া'তে আসার পর বিএনপির গণজাগরণে ঈর্ষান্বিত হয়ে আমাকে দমিয়ে রাখার জন্যই মুলত এই ন্যাক্কার জনক হামলা ঘটিয়েছে আওয়ামী লীগ।
হামলা সম্পর্কে জানতে হাতিয়া থানা পুলিশ পরিদর্শক আমির হোসেন বলেন, আমরা ঘটনা সম্পর্কে শুনেছি এবং তৎক্ষনাৎ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় কোন অভিযোগ করা হয়নি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান।