লেখকঃ মল্লিকা পারভীন
আমি গতিময়ী নদী
আমি প্রভাবিত স্রোত
আমি উত্তাল ঢেউ
আমি ঝর্ণার নির্ঝর
আমি পথ চলা পথিক
আমি দুর্বার,নির্ঝঞ্ঝাট
আমি নির্ভীক,আমি নিঃস্বার্থ!
আমি নই কোন ভাস্কর্য
আমি নই কোন পিছে ফেরা পথিক
কাজেই আমাকে বুঝাতে এসো না
আমার পথ রুদ্ধ করো না
আমায় শাসনে ফেলো না
আমি নির্মল বাতাস
আমি স্নিগ্ধ আলো
আমি বয়ে চলা অস্তিত্ব
আমায় বারে বারে জানিয়ে দিও না
আমি অন্ধকারাচ্ছন্ন, আমি নির্বোধ
আমায় অবহেলার জালে বন্দি রেখে
পারবে না কেউ কার্য সিদ্ধ করতে।
আমি হাসতে জানি,কাঁদতে জানি
আমি খলখলিয়ে পথ চলি
আমার নেশা নেই,আমার আশার চাওয়া শূণ্য করে
আজো টিকে আছি,টিকে থাকব শতত মুগ্ধতা আর বিশ্বাস নিয়ে এ ধরার বুকে।
কাজেই আমায় বুঝাতে এসো না তোমার মুঠো ভরা সময়টাকে নষ্ট করে।
এ আমার অহংকার নয়,আমার গর্ব, আমার সিদ্ধান্ত,আমার জীবন, এই হলো বেঁচে থাকার আশা।
ঠিক আমার আমি হয়ে।
অনেক অনেক শুভকামনা রইল