আলহাজ উদ্দীন
নিজেকে খুব চালাক ভাবি
অন্যকে ভাবি বোকা।
আত্ম গৌরব বোধ করি
পরকে দিয়ে ধোকা।
আপনজনকে ভালোবাসি
শুধু স্বার্থের টানে।
অন্যরা সব বোঝেনা কিছু
শুধু নিজেই বুঝি মানে।
আপন স্বার্থ ভালো বুঝি
পরের স্বার্থ বুঝি না।
অন্যের ত্রুটি বলে বেড়াই
নিজের দোষটা খুঁজি না।
ধর্ম কর্ম মুখে বলি
মানি না নিজ অন্তরে।
মাকাল ফলটা দেখতে রঙিন
দুর্গন্ধ ভরা ভিতরে।
নিজের ভুলের মাশুল গুলো
চাপিয়ে দেই অন্যের গায়।
বুদ্ধিমানরা বোকা সেজে
সানন্দে গ্রহে দায়।
ভাবি তখন আমি চালাক
বাকিরা সবাই বোকা।
জ্ঞান বুদ্ধিতে আমি বড়
বাকি সবাই হয় খোকা।
একটা মিথ্যা ঢাকতে গিয়ে
হাজারটা মিথ্যা বলি।
সামনে সহজ রাস্তা থাকলেও
একটু বাঁকা পথে চলি।
অন্যকে আমি বোঝাতে গিয়ে
টানি মনিষীদের উক্তি।
নিজের বেলায় ব্যবহার করি
নিজের মনগড়া যুক্তি।