নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র্যালী,আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এ আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
নড়াইল পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক এ কে এম সেলিম ভূইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ফকরুল হাসান,নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু,সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার, উপ সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ আলাউদ্দিন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ রিপন আল মামুন ,পরিবার পরিকল্পনা সহকারি ডালিয়া পারভীন প্রমুখ।এ ছাড়া জেলার শ্রেষ্টত্ব অর্জনকারীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহন করেন।
Leave a Reply