এস, এম-নুর
পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরে যুব কল্যাণ তহবিল থেকে নির্বাচিত যুব সংগঠন সমূহকে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার(২১ জুলাই) দুপুরে জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাড. শ. ম. রেজাউল করিম এমপি। জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক অশোক কুমার সাহা, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক দ্বীলিপ কুমার দাস, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন, সাংবাদিক গৌতর রায় চৌধুরী, পরিবার পরিকল্পনা জেলা কমিটির সদস্য এম এ রব্বানী ফিরোজ।
এসময় জেলার ২০টি সংগঠনকে অনুদানের চেক প্রদান করা হয়।
পিরোজপুর সংবাদদাতা।