স্পোর্টস ডেস্কঃ
বিশ্বের যে কোনো দলকেই হারানোর ক্ষমতা রাখে আর্জেন্টিনা। এমন দাবি দেশটির ৮৬’ বিশ্বকাপজয়ী তারকা হোর্হে ভালদানোর। লো প্রোফাইল হওয়া সত্ত্বেও দলটিকে পাল্টে দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। ভালদানোর মতে, লিওনেল মেসি পজিশন পরিবর্তন করে মাঝমাঠে খেলায় সুফল পাচ্ছে দল।
কোপা আমেরিকার পর লা ফিনালিসিমা জয়; রীতিমতো স্বপ্নযাত্রা চলছে লিওনেল মেসির আর্জেন্টিনার।
টানা দুই বছর অপরাজিত থেকে অপেক্ষা এবার বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরার। সেই আক্ষেপ ঘুচবে কাতার আসরেই; এমনটাই মনে করেন আকাশী-নীলদের ৮৬ বিশ্বকাপজয়ী তারকা হোর্হে ভালদানো। তিনি বলেন, আমরা এখন বেশ ভালো করছি। আর্জেন্টিনা এমন অবস্থানে আছে, যেখান থেকে সব দলকেই হারানোর ক্ষমতা রাখে।
তবে ইউরোপ ও লাতিন ফুটবলে কিছু পার্থক্য আছে। বিশেষ করে শারীরিক ও টেকনিক্যাল কারণে ডেনমার্ক, সুইজারল্যান্ড ও বেলজিয়ামকে হারানো কঠিন হবে।
শিরোপা স্বপ্নে বারবার খেই হারানো দলটির কাণ্ডারি নিঃসন্দেহে কোচ লিওনেল স্কালোনি। তার অধীনেই বদলে যাওয়া মেসি-ডি মারিয়াদের।
স্কালোনিকে তাই কৃতিত্ব দিতে ভোলেননি ভালদানো। তিনি বলেছেন, ফুটবলাররা স্কালোনিকে বিশ্বাস করে। সে দলে দারুণ ভারসাম্য তৈরি করেছে। যে কারণে ক্লাবে খারাপ করা ফুটবলারও এখন আর্জেন্টিনার হয়ে ভালো করছে। লো প্রোফাইল নিয়েও সে দলে আধিপত্য তৈরি করেছে।
ক্লাবের হয়ে সময়টা আগের মতো স্বর্ণখচিত নয় আর্জেন্টাইন দলপতি লিওনেল মেসির। কিন্তু জাতীয় দলের জার্সিতে ছুটে চলছেন অবিশ্বাস্য গতিতে। মাঠে এলএমটেনের পজিশন পরিবর্তনেই মিলেছে সাফল্য, মনে করে ভালদানো। তিনি বলেছেন, মেসি যখন উইঙ্গার হিসেবে খেলতো, মনে হতো সেখানে খেলার জন্যই তার জন্ম হয়েছে। ফলস নাইন খেলার সময়ে মনে হয়েছে, এই পজিশনে খেলার জন্যই জন্ম হয়েছে ওর। আর এখন মাঝমাঠ থেকে খেলা নিয়ন্ত্রণ করে সে।
এবারও মনে হচ্ছে, মিডফিল্ডার হয়েই জন্ম নিয়েছে মেসি! তাকে যেখানেই খেলানো হোক না কেন, দেখে মনে হবে তার কাছে মানচিত্র আছে। অবিশ্বাস্য সহজভাবে সে সবকিছুই খুঁজে বের করে। তবে আগের মতো গোল করার অবস্থায় নেই সে।
বিশ্বকাপে এবার গ্রুপ সি’তে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড।