বুলবুল হাসান, পাবনা জেলা প্রতিনিধি : নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনা জেলার বেড়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ পালন করা হচ্ছে ।
২৩ জুলাই থেকে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ, ২০২২ আগামী ২৯ জুলাই পর্যন্ত চলবে এরই ধারাবাহিকতায় সোমবার (২৫ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সবুর আলীর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্নার নেতৃত্বে, মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন ও বেড়া থানার এস আই আরিফুল ইসলামের সংগীয় ফোর্সের সার্বিক সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে আহম্মেদ আলী কে অবৈধ কারেন্ট জাল বিক্রয় করার অপরাধে ১০০০০/= (দশ হাজার) অর্থদন্ড প্রদান করা হয়। জব্দকৃত কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধংস করা হয়।
উপজেলার মৎস্য কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন কারেন্ট জালে মাছ শিকার করায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদের অপূরণীয় ক্ষতি হচ্ছে। তাই এই জাল সরকারি ভাবে ক্রয় বিক্রয় উৎপাদন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্না বলেন দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।