নিউজ ডেস্ক :
চতুর্থ ধাপে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দিতে শূন্যপদে তথ্য সংগ্রহ শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। নির্ধারিত ওয়েবসাইটে (http://ngi.teletalk.com.bd) এনটিআরসিএকে এমপিও শূন্যপদের তথ্য বা ই-রিকুইজিশন দিতে পারছেন প্রতিষ্ঠান প্রধানরা। আগামী ৩১ জুলাই পর্যন্ত এমপিও শূন্যপদের তথ্য দেয়া যাবে।
শূন্যপদের চাহিদা বা ই-রিকুইজিশন দিতে স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শূন্যপদ অনুমোদনে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির রেজুলেশন নম্বর ও তারিখ দিতে বলা হয়েছে। তবে, যেসব প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে বা কমিটি গঠনের অপেক্ষায় আছে ওইসব প্রতিষ্ঠানও শূন্যপদের চাহিদা দিতে পারবেন। এ ক্ষেত্রে রেজুলেশন নম্বরের জায়গায় 'নো কমিটি' ও তারিখের জায়গায় শূন্যপদ দেয়ার তারিখ উল্লেখ করতে বলা হয়েছে।
এনটিআরসিএ থেকে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রোববার বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
এতে এনটিআরসিএ বলছে, এনটিআরসিএর আওতায় ই-রিকুইজিশন দেয়ার জন্য অনলাইন প্লাটফর্মে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভার কার্যবিবরণীর নম্বর এবং তারিখ দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। যেসব শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি নেই বা কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে কিংবা কমিটি অনুমোদনের জন্য অপেক্ষমান আছে, সেসব শিক্ষা প্রতিষ্ঠান ই-রিকুইজিশন প্লাটফর্মে রেজুলেশন নম্বরের স্থানে (Resolution No.) নো কমিটি (No committee) এবং তারিখের (ডাতে) বক্সে ই-রিকুইজিশন দেয়ার তারিখ লিখে ই-রিকুইজিশন দেয়ার জন্য বলা হলো।