আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে গতকাল বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ১১টার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
(জিন এক্সপার্ট মেশিন) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রোকসানা হ্যাপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জিন এক্সপার্ট মেশিন উদ্বোধন ও স্থাপনের ফলে জনগণ বিনামুল্যে যক্ষা পরীক্ষা করতে পারবে এবং প্রতিদিন এই মেশিন দিয়ে ১০-১২ টি করে পরীক্ষা করা সম্ভব হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল,সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী, প্রচার সম্পাদক শেখ মেঃ হাফিজুল ইসলাম, আত্রাই থানার ওসি(তদন্ত) মোঃ লুৎফর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,আত্রাই উপজেলা মেডিকেল অফিসার ডাঃ গোলাম রাব্বানী, ডাঃ জোবায়ের আল- আমিন, ইউনিয়ন চেয়ারম্যান মোঃখবিরুল ইসলাম,মোঃ তোফাজ্জল হোসেন তোফা, মোঃ নাজিমুদ্দিন মন্ডল, মোঃ সম্রাট হোসেন প্রমুখ।
আব্দুল মজিদ মল্লিক
উপজেলা প্রতিনিধি
আত্রাই,নওগাঁ।