নিউজ ডেস্ক :
পাবনার সাঁথিয়া পৌরসভাধীন কালাইচারা গ্রামে একরাতে পাঁচ বাড়ীতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরের দল নগদ টাকা,মোবাইল ফোন, স্বর্ণালংঙ্কারসহ প্রায় ৪ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
জানা যায়, গত বৃহস্পতিবার (২৮ জুলাই) দিবাগত রাতে একটি সংঘবদ্ধ চোরের দল কৌশলে এক রাতে জহুরুল ইসলাম পিতা মৃত আঃ হাকিম মহুরী,আছের উদ্দিন প্রাং পিতা মৃত তাহেজ উদ্দিন, আকম খাঁ পিতা মৃত লতু খাঁ, মোজাম্মেল খাঁন পিতা লইমুদ্দিন খান এবং জলিল মল্লিক পিতা ছানো মল্লিক একই গ্রামের এই পাঁচ জনের বাড়িতে চুরি করে। এর আগেও এই গ্রাম থেকে বেশ কয়েক বার গরু চুরি সংঘটিত হয়েছিল।
চুরি হওয়া বাড়ির মালিক সোনালী ব্যাংক কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, আমি পাওনাদারদের দেনা পরিশোধ করার জন্য গত বৃহস্পতিবার ব্যাংক থেকে কিছু টাকা উঠিয়েছিলাম এবং আমার কাছে কিছু টাকা ছিল কিন্তু চোরেরা আমার ঘরের ডুয়া খুরে আলমারিতে রক্ষিত নগদ ৫০ হাজার টাকা ও স্বর্ণের চেইন নিয়ে য়ায়। এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। থানা থেকে পুলিশ পাঠানো হয়েছিল।